![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
হইলফা ফাতার টেংগা
লুৎফুর রহমান
ও বেয়াইন, বেয়াইন গো
হইলফা ফাতার টেংগা খাইবা
খেউরে দিয়া নেয়াইন গো।
বেয়াইরেও রান্ধিয়া দিবা
ফুয়ারে খই বেশি ছিবা
আমার ঘরোর তাইনও দেখি
খাইতা খরি হেয়াইন গো
ও বেয়া্ইন, বেয়াইন গো।
লাগা ঘরোর ভাবি খইরা
মছা বান্ধি তাইন তইরা
তানর বেয়াই লন্ডন তাখইন
লগ ফাইলে তাইন দেয়াইনগো
ও বেয়া্ইন, বেয়াইন গো।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৪ রাত ১১:১৯
আরজু পনি বলেছেন:
দাঁত ভেঙ্গে যাওয়ার দশা