![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ও আল্লাহ ও দয়াময়
লুৎফুর রহমান
ও আল্লাহ ও দয়াময়
মানুষ ক্যান এমন গো হয়?
আমি তো ভাই দুধের শিশু
জানেন আল্লাহ জানে যীশু
ফুল কি আর বারুদ কি যে
বুঝি না তো আমি নিজে
আমায় কেনো মারে ওরা
আল্লাহ কে ভাই একটু ডরা।
ও আল্লাহ ও দয়ামায়
মানবতার এই পরাজয়?
এখন ভাবি আমার দেশে
ঘটছিলো কি যুদ্ধ বেশে
এমন কতো বাচ্চা নারী
করেছিলো আহাজারি
পায় নি কেউ মুক্তি
এই জেনেভা চুক্তি?
ও আল্লাহ ও দয়াময়
মানবতার হয় যেন জয়।
©somewhere in net ltd.