![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শুন বালিকা !
লুৎফুর রহমান
আমার প্রেমের ছড়া সখি
শুনছো নাকি তুমিও
আজো ভালবাসি তোমায়
না হই প্রেমের রোমিও।
প্রেম অনলে পুড়ছো জানি
পুড়ছি জেনো আমিও,
অনেক হলো প্রেমের ছবক
এবার না হয় থামিও।
চায়নি মিলন তোমার মায়ে
এবং তোমার বাপেও
জ্বলবো দুজন ,মন আগুনে
এবং দুখের তাপেও।
শুন বালিকা বলছি তোরে
নিত্য যে রোজ হাসিও
সুখেই থেকো তুমি কেবল
নাইবা ভাল বাসিও।
বিরহেতে প্রেমের কদর
যায় যে অনেক বেড়েরে
বুকের মাঝে তোরই স্মৃতি
কেউ নিবে না কেড়েরে।
এই শান্তনা বুকের ঘরে
একটু করে রাখিও
পড়লে মনে আমার কথা
ইচ্ছে হলে ডাকিও।
©somewhere in net ltd.