![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ও আমার দেশ
লুৎফুর রহমান
খোদার কসম বলছি কথা
একটুও মিছা না
পাইনি খোঁজে অন্যকোথাও
সবুজ বিছানা।
কাঁদামাটির গন্ধ কিবা
সবুজ মাঠের ধানে
প্রাণ ভরেনা আমার জেনো
অন্য দেশের গানে।
আমার দেশের সবুজ জমিন
নীল আকাশ আর পাখি
চোখ বুজে তাই প্রবাস থেকে
মনটা সেথায় রাখি।
অন্যদেশও দেখার পরে
করি ভাবনা
আমার দেশের মতো এমন
দেশটি পাবনা।
©somewhere in net ltd.