![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
জোরসে মারি তালি
লুৎফুর রহমান
মুজরা দেখি পাক মেয়েদের জোরসে মারি তালি
টিভির মাঝে দেখলে মুজিব ইচ্ছেতে দেই গালি।
বায়ান্নটা গর্ব মোদের আজম সাহেব ছিলেন
মুক্তিযোদ্ধা স্যারকে আমার লীগরা বলে ভিলেন।
তোমরা কেন এত্তো বোকা, আমগো যে দাও শেইম!
ম্যাচের পরে ম্যাচটা খেলি -পলিটিকস এ গেইম!
আদবী আর লক্ষী অতি অনলি ওয়ান আপা
প্রেম করে তাই পিল খেয়ে যান আমরা জানি-নাপা
হাও সুইট পলাইট এন্ড এডরেবল সিস
ফেসবুকেতে দেয়না ছবি খাকনা প্রেমের কিস।
স্কাইপেতে দেখাক যা-ই, হোআট ডাজ ইট ম্যাটার?
অন্যের সাথে ঘর করে সিস আছে অনেক ব্যটার।
বিয়ার পিকে লিখছে সবাই- ওয়াও সুপার কিউট
হোকনা গায়ের চামড়া কালো কেউ থাকেনি মিউট
এই একটু টাকা আছে সবাই বলে রীচ
খান্দান আছে মাশাল্লাহ বলবে না কেউ "বীচ''
একটু আধটু হোটেলে যান আওয়ার ডিয়ার ডেড
নামাজ পড়েন পাঁচ বেলাতে কি যে মুখের শেড!
কী ঘটেছে বাংলাদেশে ফর্টি ইয়ার্স আগে
এখন কি আর সেই কথাটির বিশদ দেয়া লাগে?
তোমাদের এই কাণ্ড দেখে -বোর লাগে স্রেফ বোর
হোল ফ্যামেলি আমরা ভাল দেইখা যেয়ো 'ধূর'।
রেপ হয়েছে বোনটি তোমার লাগেনা তোর শেইম
মুইছা ফেলো পুরাণ কথা পুরাও আসল এইম।
©somewhere in net ltd.