![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
একহালি প্রেমাণুছড়া
লুৎফুর রহমান
১.
তুমি যখন নাইনে পড়ো
আমি ছিলাম ইন্টারে
এখন তোমার স্বামি ছাড়াও
প্রেমিক আছে তিনটা রে।
২.
আমায় ছাড়া বাঁচবে না তুই
করলি কসম মক্কাতে
দেখাস এখন প্রেমের ইনিংস
নো বল, চার আর ছক্কাতে।
৩.
নামটি আমার লিখতো সখি
রীডিং রুম আর পুস্তকে
দেখাই দিলো প্রেমের ছবক
কইরা বিয়া দোস্তকে।
৪.
ওয়েট কেন করলা না মোর
করলা বিয়া পেইন দিয়ে
এখন কি আর করবো আমি
তোমার প্রেমের চেইন দিয়ে।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৩
নব ভাস্কর বলেছেন: ভাল লিখেছেন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা দুজনকে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছন্দ ভালো লাগলো ।
শুভেচ্ছা ।