![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আসছি কাল বইমেলায়, আমরা জিত্তালছি.....
আমরা দুজন স্বাপ্নিক তরুণ। মগজে লাল-সবুজের একটা ঘ্রাণ। বুকে আছে আশার পাহাড়। দু চোখের বারেন্দায় ফুটে শতেক আশার ফুল। আমাদের এক বছরের শ্রম আর চিন্তার ফসল 'আমিরাতের পথে-ঘাটে'। এই প্রথম পরবাসে বাস করে যাওয়া কোন তরুণের প্রথম ভ্রমণভিত্তিক বই। নিছেক ভ্রমণ কাহিনী নয় বরং অন্যকিছু। যেখানে রেখেছি পায়ের ছাপ খোঁজেছি দেতশ ও মাটিকে। তুলে এনেছি ব্যতিক্রমী কিছু।
আমাদের সকল যন্ত্রণা আর মন্ত্রণাকে সহ্য করে স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছেন বাংলাদেশ সোস্যাল ক্লাব, দুবাই এর সভাপতি জনাব নওশের আলী ভাই। উনার প্রসারিত হাত আলোর মুখ দেখলো আমাদের স্বপ্ন। আজীবন কৃতজ্ঞার বাঁধনে বেঁধে রাখলাম তাঁর নাম। আর অপেক্ষা নয়। আমরা কাল আসছি বইমেলায়। আমাদের দেহ পড়ে থাকবে আমিরাতে কিন্তু 'আমিরাতের পথে-ঘাটে' বইয়ের প্রতিটি বর্ণে পাবেন আমাদের উপস্থিতি। আমরা জিত্তালছি! জিতেছে বাংলাদেশ।
বইটি ঘরে বসে পেতে হলে অনলাইনে অর্ডার করুণ এই লিংকে- http://www.rokomari.com/book/95459
ইতোমধ্যে অনেকে অর্ডার করে ঋদ্ধ করেছেন আমাদেরকে। সবাইকে আন্তরিক ভালবাসা। এক আকাশ শুভ কামনা সকল ভাল মনের সুন্দর মানুষদের জন্য।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
গুড লাক