![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মার্চ এলো !
লুৎফুর রহমান
মার্চ এলো ভাই মার্চ এলো
দেশ দরদী প্রেম দেখানোর
কম্পিটিশন সার্চ এলো!
যখন দেখি ছেঁড়া ফ্লাগ ইশকুলের ওই বারিন্দায়
ক্ষোভের বীণায় সুরটা তুলি আপন মনে সারিন্দায়।
লক্ষ টাকার বাজেট হলেও হয়নি বদল পতাকা
একই মানে এমন করে থাকা এব্ং ন' থাকা ।
কেউবা আবার সন্ধ্যে হলেও খাড়া রাখেন ঝুলিয়ে
ওদের আবার শিক্ষাটা দিন হাতটা গায়ে বুলিয়ে।
এই পতাকা নয়তো কাপড়, ভাই ও বোনের রক্ত যে
টাঙানোর তাই নিয়ম আছে এবং আছে অক্ত যে।
স্যালুট জানাই এই পতাকায় সব শহিদের চরণে
পেলাম এখন এই পতাকা যাঁদের পরাণ মরণে।
কেউবা দেখি পতাকাতে করেন টেবিল সাফ যে
বলছি তাদের জাইনা রাখো এইটা মহা পাপ যে।
এই পতাকা স্বদেশ আমার স্বাধীনতার চিহ্নরে
তোমার আমার এই পতাকা রাহজনীতি হোক ভিন্নরে
এই পতাকার মানটি রাখো শপথ করো আজ থেকে
শিখবে সমাজ তোমার দেখায় এমন মহান কাজ থেকে।
২| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:০৭
লুৎফুরমুকুল বলেছেন: এমনকি রক্তে অর্জিত পতাকার অনাদর অবহেলা দেখে কষ্ট লাগে
৩| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:০৯
সুপ্ত আহমেদ বলেছেন:
কবিতাটা একেবারে মনে গেথে গেলো। অসাধারণ ভাইয়া +++
৪| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:২০
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ ভাইজান।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
মার্চ আসবে যাবে; মার্চের মানুষেরা পেছনের সারিতে এখন।