নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা বলে গলা না ফাটিয়ে বাস্তবে রূপ দেন

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৬

স্বাধীনতা বলে গলা না ফাটিয়ে বাস্তবে রূপ দেন
লুৎফুর রহমান

রাজনৈতিক পোস্টে নাক গলাই না। যার যার মতকেও শ্রদ্ধা করি। তাই হামেশা বলি মতান্তর হোক মনান্তর হোক না। কিন্তু যখন দেখি কেউ তার শেকড়কে অস্বীকার করে ভাইয়ের প্রতি জেদ মিটাতে বাপের ঋণ ভুলে যায়। আপর চুপ থাকিনা। বলতেই হয়। ১৯৭১ সালের ভয়াল মার্চে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির উপর যে কাপুরুষিত গণহত্যা শুরু করেছিলো তার শেষ হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক বিজয়ের মধ্য দিয়ে। এই গণহত্যায় পশুরা জেনেভা কনভেনশন ও ,মানেনি। শিশু নারীসহ হাসপাতাল ও মসচজদ. মন্দিরে গিয়ে অবাধে গণহত্যা চালায়। একবার ভাবো হে তরুণ তখনকার দিনের কথা! একটি মিনিট সময় নাও মুক্ত শ্বাস ফেলো আর ভেবে দেখো আজ দেশ স্বাধীন না হলে তুমি যে চিল্লাইয়া ফেসবুকেও স্টেটাস মারতেসো এটা কি সম্ভব হতো? আমি আর আমরা প্রবাসে আসা সম্ভব হতো? কেমনে হবে। যেখানে আমাদের দেশের মেধাবিরা পেয়নের চাকরি পায়না আর পাকিস্তানি অর্ধ আর অল্প শিক্ষিতরাও পেয়েছিলো উচ্চ পদ। একবার ভাবো একটি পতাখা শুধু কিছু কাপড় না। বরং লাখো মানুষের রক্তের প্রতিফলন। ভাবো একটি মানচিত্র কেবল ভৌগলিক অংকন নয় বরং লক্ষ হাজার বাঙালির বুকের কষ্টের জমানো আর মুক্তিসেনার অর্জিত ফসল। তুমি আস স্বাধীন কেন হলাম বলে গালি দেও। তুমি না মডার্ন তবে তুমি বোকা আর নির্বোধ। তা না হলে নিউটনের গতি সূত্র মানো। মধ্যাকর্ষণ শক্তি দেখো। সব জিনিস তার মূলের দিকে আসবে। তুমি আওয়ামী লীগ মেনোনা দু;খ নাই। দু:খ হয় রাগে তোমাকে পাকিস্তান পাঠাতে ইচ্ছে হয় যখন স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে তুমি গালি দেও।

তাই তোমাদের বলছি আগরতলা আর উগারতলা এক করোনা ভাই প্লিজ। বুঝতে চেষ্টা করো। আর আপনাদের বলছি যারা চেতনার নাম ধরে গলা ফাটিয়ে বক্তৃতা দেন। অথচ নিজেই জানেনা। আপনার এলাকার করিম চাচা একজন মুক্তিযোদ্ধা। জানেননা আব্দুর রবের যুদ্ধে ত্যাগ আর তিতক্ষিার কথঅ। বাদ দেন এসব গলাবাজি। পারলে ইতিহাস জানুন নতুনদরে জানান। যাতে করে আর কোন নবীনের ব্রেইন ওয়াশ না করা হয় ভুল পথে। সবশেষে একটি কথা কবি আবদুল হেকিমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি--স্বাধীন বাংলায় জন্মেও যে স্বাধীনতায় খুশি না। তোমরা সবাই পাকিস্তান চলে যা....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.