![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
দেড় হালি প্রেমাণুছড়া
লুৎফুর রহমান
#রাজনীতি
তুমি আছো ছাত্রলীগে
আমি করি শিবির
আমরা দুজন তাই শিরোনাম
নিউজপেপার-টিভির।
#চিঠি
তোমার বাপে পেলো প্রেমের চিঠি
রাইগা বলে
আয় সোনাচাঁন পিটি।
#টাকার প্রেম
মেয়ের বাপের অনেক টাকা
হোকনা মোটা কালো
হিসেব করেই রহিম মিয়া
বাসছে তারে ভালো।
#নেটের প্রেম
রাত্র জেগে মাইয়া থাকে নেটে
বাপের সাথে প্রেম করেছে
জানলো শেষে ঘেটে।
#পরকীয়া প্রেমিক
মেয়ের আছে দুই ছেলে
এক স্বামি
তার কাছে ফের
অন্যপুরুষ দামি।
#ভাবি
তোর বউ আমার বউ
আমার বউ তোর ভাবি
তোর বউয়ের গোপন ছবি
আমার কাছে পাবি।
©somewhere in net ltd.