![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
একের ভেতর পাঁচ
লুৎফুর রহমান
#রাজাকার
চাইবো বলো সাজাকার
জান জানালো তার বাজানও
একাত্তরের রাজাকার !
#জ্বালা
তোমার ছেলে এখন আমায়
ডাকে জানো খালা
লাগে বুকে আঘাত অনেক
বাড়ে মনের জ্বালা!
#তুমি এখন মা
তুমি এখন মা হয়েছো
আমি হলাম মামা
কথা ছিলো আমার হলে
আনবো খুকির জামা।
#যখন তোমার কেউ ছিলনা
'যখন তোমার কেউ ছিলনা
তখন ছিলাম আমি'
এখন তোমার অনেক প্রেমিক
এবং বিজি স্বামি।
#তোমার বাবা, আমার বাবা
আমার বাবা বিরোধী দল
তোমার বাবা সরকারি
দেশটা কোথায় যাচ্ছে ওগো
ভাবা টা কি দরকারি?
©somewhere in net ltd.