![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ভালবাসার ইতিকথা
লুৎফুর রহমান
ক্লাস ফাইভে পড়ার সময়। ইটিস ফিটিস লাগতো
এক মেয়েকে বাসতে ভাল, ইচ্ছে অনেক জাগতো।
সিক্সে উঠে মেললো ডানা, লাগলো ভাল তান্নিরে
হয়নি বলা প্রেমের কথা। টেন কেলাশেও চাঁন্নিরে।
লীলুয়া হাওয়া লাগলো মনে, পড়লো প্রেমে সাজিয়া
অল্পদিনে ছ্যাকার কথা । উঠলো মনে বাজিয়া ।
শারমিনে ফের প্রেমটা জানায়। তখন ছিলাম ইন্টারে
জানতে পারি আমি ছাড়াও, প্রেম ছিল তার তিনটারে।
নেটে এসে একটা মেয়ে, প্রেমটা আমা্য় যাচে রে
এখন সে যে চোখের আগে। স্বামির সাথে নাচেরে।
অনেক ভেবে করতে বিয়ে, জানাই দিলাম শিমুরে
আমায় রেখে সেও দেখি। প্রেমটা বিলায় হিমুরে।
এক জীবনে কষ্ট এতো, জানাই দিলাম তোমারে
সব জেনে সে বাসলো ভাল, আমিও বাসি সুমারে।
বিয়ের বেলা সুমার বাপে, করলো অনেক নাটক রে
হয়নি বিয়ে তার সাথেও। জানিও ছড়ার পাঠকরে।
এমন থাকে ইতিকথা। তোমার এবং আমার
বউয়ের সাথে প্রেমটা আসল, ভালবাসার খামার।
©somewhere in net ltd.