![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
নামতার ছড়া-২
লুৎফুর রহমান
দুই একে দুই
নকশীকাঁথা করতে সেলাই
লাগে সূতা-সুঁই।
দুই দু গুণে চার
নকশীকাঁথা প্রিয় বাবার
এবং আমার মা'র।
তিন দু গুণে ছয়
নকশীকাঁথার মাঝে আঁকা
দেশের কথা রয়।
চার দু গুণে আট
পল্লীকবির বইটা আছে
'নকশীকাঁথার মাঠ'।
পাঁচ দু গুণে দশ
বিদেশ মাঝেও আছে জেনো
নকশীকাঁথার যশ।
ছয় দু গুণে বারো
নকশীকাঁথায় স্বপ্ন আঁকা
আছে অনেক আরো।
সাত দু গুণে চৌদ্দ
দেশের কবি নকশীকাঁথার
লেখেছেন ভাই পদ্য।
আট দু গুণে ষোল
মায়ের সাথে খুকি তুমি
নকশীতে ফুল তুলো
নয় দু গুণে আঠারো
ফুল-পাখি সব থাকে এবং
থাকে মাঠ আরো।
দশ দু গুণে বিশ
নতুন খুকির জন্মদিনে
নকশীকাঁথা দিস।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩১
সচেতনহ্যাপী বলেছেন: আপনিও তো নকশীকাঁথা নিয়ে সুন্দর ছড়া লিখে ফেলেছেন।।
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩
লুৎফুরমুকুল বলেছেন: চিন্তায় আছে বাচ্চাদের দেশীয় কৃষ্টির সাথে পরিচয় ঘটানো ছড়ায়
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ