![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বদলে যাওয়া
লুৎফুর রহমান
বদলানোটা কবু ভাল
বলে দিছেন ডাক্তারে
মন বদলে ভাল লাগে
বলছে পাড়ার আক্তারে।
খুঁজতে স্মৃতি আনমনে
অথৈজলে নামিও
তোমার সাথে বদলে গেছি
এখন দেখো আমিও।
বদলে যাওয়ার নিয়ম যেন
বল্লো সেদিন সুমায়
আমাদের প্রেম শুয়ে আছে
হাসপাতালের কোমায়।
সকল আদম বদলে গিয়ে
বদলে কী দেয় ছা?
কিন্তু দেখি একই থাকে
জনমদুখি মা।
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৬
সুমন কর বলেছেন: গতকাল আপনি, আমার একটি মন্তব্য মুছে দিয়েছিলেন।
কারণ আমি বলেছিলাম, একদিনে ৫টি পোস্ট দিলে প্রথম পাতা, মানুষ কিভাবে পড়বে ???
৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫
লুৎফুরমুকুল বলেছেন: মিথ্যে কথা আমি কোন পোস্ট ডিলেট দেইনি। আর আমরা পরবাসে থাকিরে ভাই যা মাথায় আসে লেখি প্রথম পাতায় না যাক আপত্তি নাই আমার ব্লগ থেকে যেন মুছে দেওয়া না হয়। কারণ ঢায়েরী নাই ব্লগটাই ডায়েরী হিসেবে জানি।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা ...