![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আবার পড়ি-নতুন করি
লুৎফুর রহমান
অ.
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মউ
আমার জিএফ ছিল যে
তোমার সোনা বউ।
আ.
ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ
পাশের পাড়ার একটি ছেলে
দিলো আমায় ঘা।
ই.
নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে
বিয়ের দিনে অনেক বিএফ
সঙ্গে কেঁদেছে।
ঈ.
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি
তোমার আছে একটি ছেলে
আমার আছে দুটি।
২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
" অ.
আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মউ
আমার জিএফ ছিল যে
তোমার সোনা বউ। "
-এখন বসে বসে তেলেপোকা পোষেণ
৩| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
লুৎফুরমুকুল বলেছেন: হেহেহহেহেহহে মজা পেলাম
৪| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
সাবলীল মনির বলেছেন: মজা পাইছি !
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
ঠ্যঠা মফিজ বলেছেন: এসব কবিতা বেশ ইনস্টারিং লাগে ।