![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
পাগল সমাচার!
লুৎফুর রহমান
এই দুনিয়া পাগলখানা ভাল আছে কেউ?
সবার বুকে বইতে থাকে পাগলামি যে ঢেউ।
কেউবা পাগল দেশের তরে কেউবা নারি, নেশায়
কেউবা আছে সমাজসেবায় কিংবা আপন পেশায়।
টাকার প্রেমে পাগল আছে বেকার পাগল বেশ
ভাবের পাগল, ভবের পাগল জুড়ে আছে দেশ।
কেউবা পাগল দলের তরে অন্ধপ্রেমেই হাঁটে
গাছের তলায় অনেক পাগল একলা সময় কাটে।
এবং গাগল পরকিয়ায় নরকয়িার সুখে
অনেক পাগল আবোল বলে দেখি ফেসবুকে।
পাগল এবং মাথা খারাপ একটা বিষয় নয়
পাগল চিনে আরেক পাগল এই পাগলে কয়।
আর-
এই দুনিয়ায় হাজার পাগল পাগল সমাহার।
২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৬
লুৎফুরমুকুল বলেছেন: হেহহেহেহে ধন্যবাদ
৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১
Nazmul Haque Naju বলেছেন: এইডা কিছু হইল।
৪| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
লুৎফুরমুকুল বলেছেন: আরো পাগল আছে, তাদেরও নাম লেখবো।
৫| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
মোজাম্মেল প্রধান বলেছেন: অনেক ভালো হয়েছে। +
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ ভাইজান।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২
জাবির হোসেন বলেছেন: অসাম হইছে