![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
তেলে তেলে পিছলা
লুৎফুর রহমান
ক'দিন থেকে চারদিকেতে
তেলে তেলে পিছলা
বলছে দাদু পক্ষ সেদিন
বাপ চাচা নিছলা
করতে খুশি হুজুরকে তাই
ফুলমতি দিছলা।
জিগায় যখন কেউ উনাকে
ফুলমতির বিয়ার কি
রেগে মেগে বলতো উনি
এবার থামাও ইয়ার্কি।
বেশ আগে না এক প্রজন্ম
যুগ আগে তিছলা
নিজের ক্ষতি কইরা তিনি
পরের রশি খিছলা
সেই ধারাতে চারিদিকেই
তেলে তেলে পিছলা।
©somewhere in net ltd.