![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
নবীর প্রেম!
লুৎফুর রহমান
ওগো নবী প্রেমের ছবি
পড়ছি তোমার শান নাতে
উম্মত হয়ে করছি আশা
থাকবো শেষে জান্নাতে।
চাইনা অনেক টাকা কড়ি
কিংবা দেশের গদি না
এই জীবনে চাই যে যেতে
তুমি যেথায় মদিনা।
দূরূদ পড়ি তোমার তরে
তোমার যে প্রেম অন্তরে
প্রেম ছাড়া কি পার কি পাবো
ও মিয়া ভাই কন তো রে।
খোদার হাবিব আমার নবী
আমরা কতো লাকি রে
তাঁর উছিলায় পারটা হতে
এই অভাগা থাকিরে।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
অতঃপর হৃদয় বলেছেন: শুভেচ্ছা নিয়েন ভাল হয়েছে কবিতা।