![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
প্রশ্ন
লুৎফুর রহমান
এই যে তুমি মুক্ত আজি মুক্ত যে গাও গান
জানো তুমি ওহে তরুণ এটা কাঁদের দান?
ইতিহাসের ছাত্র যে নও যায় আসেনা তাতে
কী হয়েছে জানছো আজি পঁচিশে মার্চ রাতে?
তাও জানোনা গাঙে ভাসা পতাকা কি আসে
তোমার কাছে জিগাই আমি বিজয়েরই মাসে।
একাত্তরের কালো রাতে রাক্ষুস এলো দেশে
হাত বাড়িয়ে করলো ক্ষতি কারা সেদিন হেসে?
তারা কী কও দ্বীন মুজাহিদ কিংবা মানব বড়
জানতে হলে ইতিহাসটা পড়ো, পড়ো, পড়ো।
এমন দুখের কষ্ট কথা নেই যে কোথাও আর
নয়টি মাসে ওরা সবাই করলো যে ছারখার।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩২
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে