![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বিয়ানীবাজার পৌর নির্বাচন
লুৎফুর রহমান
চৌদ্দ বছর আদালতে পৌরসভা আটকরে
জানে এটা খবরেরই ডেইলি সকল পাঠকরে
তাই মেলেনি পৌরপিতা পাইনি দাবি ন্যায্যরে
লাগছে যেন বাপ থেকেও আমরা আছি ত্যাজ্যরে।
করের ফাঁকি দেইনা সবাই তবু কেন বঞ্চিত?
বাঁশ না হলে আছে তবু এই বাজারে কঞ্চি তো।
বিয়ানীবাজার আলো হাজার দেশের মাঝে ছড়িয়ে
দিচ্ছে তাঁরা বিদেশ এবং অনেক আশা গড়িয়ে।
কিন্তু আমার পৌর আশা কত্তো হবে নাশরে
করবো কবে নির্বাচনে মেয়র ওভাই চাষরে
কই হারালো সংগ্রামি ওই পৌরসভা আন্দোলন
জাগুন আবার ও জনতা নিজের করে "কান্দো লন"।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
লুৎফুরমুকুল বলেছেন: জি আমি দুবাই থাকি। বিয়ানীবাজার বাড়ি
৩| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৮
শিপার আহমেদ বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮
দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: আপনার বাড়ি কি বিয়ানীবাজার?
আমি ঢাকাদক্ষিণ থেকে বলছি! !