![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
হারানো দিন
লুৎফুর রহমান
কই হারালো সেদিন গুলো কই গেলো সেই শীত
কোথায় গেলো ছোট্টবেলার শীত বুড়িটার গীত?
কোথায় গেলো আগ্ পোহানো গাঁয়ের সেসব দিন
কই হারালো গল্প আসর রাখাল ছেলের বীণ?
আগ্ পোহাতে বসতো সবাই গল্প করার তালে
শিরনি হতো আমার গ্রামে বিন্নি ধানের চালে
চারদিকেতে বসতো সবাই রাখতো নীচে খাট
কেউবা আবার করতো সেথা নাগরী পুঁথি পাঠ।
অভাব থাকার পরেও গাঁয়ে উঠতো হাসির রুল
লাগতো তখন গ্রামটি আমার আনন্দের এক ফুল
আগ্ পোহানোর লক্ষ্যে সেথা মানুষ হতেন জড়ো
নেই ভেদাবেদ কেবা ছোট কেবা আবার বড়ো।
এখন অভাব নেইতো গাঁয়ে সবাই অনেক সুখি
কিন্তু অভাব ভালবাসার সবাই আপন মুখি
কই হারালো ভালবাসা পুরাণ দিনের মায়া?
জানলে আমায় বইলা দিও সঙ্গি-সাথি-ভায়া।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮
লুৎফুরমুকুল বলেছেন: হুম
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২
সময়ের গ্যাঁড়াকল বলেছেন: হারানো দিন কি আর পাওয়া যায়!!