![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ডিসেম্বরে কান্না
লুৎফুর রহমান
ডিসেম্বরে চোখের কোণা
কাঁন্দি কাঁন্দি ফোলাওরে
অন্যদিনে খাইতে দেখি
রাজাকারের পুলাওরে।
বুঝছি মিয়া আর কেঁদোনা
থামাও থামাও অভিনয়
বুকের মাঝে দেশ না হলে
তুমি দেশের কবি নয়।
শহিদ তুমি কওনা দেখি
মরছে যাঁরা যুদ্ধতে
জানো আগে ইতিহাসটা
মনটা ভরো শুদ্ধতে।
জাহানারার ঘিন্না বুঝো
চিনো নাকি রুমীও
চিনবে কিরাম বুঝছি হালা
মিচকা চেলা তুমিও।
কান্না দেখাও বারোমাসে
দেশটা রেখো অন্তরে
কেমনে ভুলি সেই ইতিহাস
ও মিয়া ভাই কনতো রে।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৯
লুৎফুরমুকুল বলেছেন: পারেন যদি আপনি করে দিন কৃতজ্ঞ থাকবো।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯
জনাব জব্বর বলেছেন: এত সুর নাই রে ভাই।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২১
মাসূদ রানা বলেছেন: আপনার কবিতা পড়ে বিরক্ত হলাম। ছন্দ নাই,বানান ভূল। এতদিন ধরে লিখেও এই অবস্থা ?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
লুৎফুরমুকুল বলেছেন: কোথায় ভুল? আপনার ভূল বানানও ভুল!
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৩
কালের সময় বলেছেন: ভালো চালিয়ে যান
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ সবাইকে।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৮
মাসূদ রানা বলেছেন: শহিদ তুমি কওনা দেখি
মরছে যাঁরা যুদ্ধতে
জানো আগে ইতিহাসটা
মনটা ভরো শুদ্ধতে।
কান্না দেখাও বারোমাসে
দেশটা রেখো অন্তরে
কেমনে ভুলি সেই ইতিহাস
ও মিয়া ভাই কনতো রে।
সাধু,চলিত,আনচলিকে মিলে মিশে একাকার।এগুলো ঠিক করে নিন । আর এসব আজগুবি টপিকে না লিখে প্রকৃতি টকৃতি নিয়ে লিখুন। আপনার হাত ভালো। ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫
জনাব জব্বর বলেছেন: এগুলো সুর দিয়ে গান করা দরকার। যদিও গানের অভাব নাই। কিন্তু ভাল গণসঙ্গীত খুব একটা শুনি না।