![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বিয়ানীবাজার মুক্ত দিবস
(৬ ডিসেম্বর বিয়ানীবাজার মুক্ত দিবস)
লুৎফুর রহমান
মুড়িয়া হাওর সম্মুখেতে মুক্তি সেনায় রুখতো রে
ডিসেম্বরের ছয় তারিখে বিয়ানীবাজার মুক্তরে।
ডাকবাংলোর ওই রান্নাঘরে নির্যাতনের চিহ্ন যে
বধ্যভুমি কাঁঠালতলা নয়তো মোটে ভিন্ন যে।
খশির গ্রামের জামাল এবং মাথিউরার কমর
কাঁঠালতলায় লুকিয়ে আছেন হয়ে শুধু অমর
কই গেলো আজ বোরকা হাজি এবং কুটুমনা
আরো কতো হাজির কথা জানে সকলজনা।
মুজাম্মিল স্যার সংগঠককে আজ করি স্মরণ
যুদ্ধ গড়ায় যাঁর ছিল ভাই মুক্তিতে দুই চরণ
কসবা গ্রামের আজিজ চাচা আরেক হাসি প্রাণ
এঁদের অনেক ছিল তখন যুদ্ধে অবদান।
বুদ্ধিজীবি জিসি দেব এর জন্মমাটির ভূমি
রাখছো স্মরে তাঁদের বলো দাওনা জবাব তুমি?
তাঁদের নামে উপজেলায় সড়ক ও চাই ভবন
এসব ছাড়া লাগে এমন তরকারি তে লবণ।
উপজেলা মিটিং ভবন জিসি দেবের নামে
অনেক আগে আসলো চিঠি সরকারি ওই খামে
কোন কারণে হয়নি আজো কোন কারণে থামা
মুক্তদিনে করি শপথ ও চাচু, ও মামা।
তাঁরা হলেন কালের সেরা স্বর্ণযুগের ধন
বাংলাদেশের সেরা মানিক এবং আপনজন
তাঁদের নামে হোকনা কিছু সুরটা তুলুন আজ
পড়বে সবার মাথায় তখন ভালবাসার তাজ।
©somewhere in net ltd.