![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বিজয়াণুকাব্য
লুৎফুর রহমান
১.
বিজয় দিনে স্মৃতি সৌধে
আসলে পরে লাল শাড়ি
তোমার বাপ চড়ে গেছে
আমার নতুন পালসার ই।
২.
পাকিস্তান প্রেমি আমরা
হুল ফেমিলি ফুল
গায়ে জ্বলে দেখলে তোমার
লাল-সবুজের দোল।
৩.
মুক্তিসেনার ছাও জেনেও
করছে আমায় কদর
আমি জানি তোমার বাপের
বাহিনী আল বদর।
৪.
হিন্দুদের মালটা বাপে
করছিলো যে লুট
রাজাকার বল্লে বাপের
লাগবে দিলে চুট।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩১
লুৎফুরমুকুল বলেছেন: লিখতে গেলে অনেক সোজাই লাগে আমার কাছে। আমি গদ্য কবিতা পারিনা ভাই।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাই ছন্দ কবিতা লেখা খুব কঠিণ