![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
পরবাসির চিঠি!
(একজন প্রবাসির অনুরোধে লেখা)
লুৎফুর রহমান
বউ তোমার কাছে
বিদেশ থেকে বিস্তারিত
বলার কিছু আছে।
বউ তোমার নামে
বারোমাসি হিসেব দিলাম
প্রেম জড়ানো খামে।
রাত্রি যখন নামে
পড়ছো চিঠি তুমি যখন
ভেজা আমি ঘামে।
ভাবছো কেন ঘামি
করতে কামাই টাকা রোজি
পুড়ছি রোদে আমি।
ভোরের পাখি ডাকে
কাজে ছুটি যখন আমার
চোখেতে ঘুম থাকে।
হয়না রাখা খোঁজ
কিন্তু তোমার নামে গোলাপ
ফোটাই মনে রোজ।
বুঝছো নাকি কারণ
দুষ্টুমিতে ময়নাকে তাই
করবে সদা বারণ।
ভালই থেকো আজে
দেখে রেখো বাবা মাকে
ডাকছে সাথি কাজে।
বিদায় নিলাম তাই
ভালবেসো সবসময়ে
আমার বোন ও ভাই।
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ অশেষ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে ভাই