![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শীতের সকাল
লুৎফুর রহমান
শীত জড়ালো দেশের বুকে
হিম শীতলের চাদর
ভোরের আকাশ আহা মধুর
সূর্যটা দেয় আদর।
শীত লেগেছে ডাইনে-বাঁয়ে
চাচ্চু-খালা-পিসির
শীতের সকাল সখ্য গড়ে
কুয়াশা ও শিশির।
শীত লাগেনা পথশিশুদের
শীত যদিও কাঁপায়
হয়না তাঁদের মুখটা রাখা
শীতের পিঠা ভাপায়।
কিম্বা তাদের মায়ের বুকে
হয়না রাখা মাথা
দেয়না মায়ে মধ্যিরাতে
গায়ে তুলে কাঁথা।
এমন করেই রাতের পরে
তাদের কাটে রাত
আসুন ওভাই ওদের দিকে
একটু বাড়াই হাত।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮
প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া। ধন্যবাদ
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
মানবী বলেছেন: ছড়ার শুরুটা এমন হয়েছে যে পড়ার সময় কেমন শীত অনুভূত হয়।
শীত লাগেনা পথশিশুদের
শীত যদিও কাঁপায়
হয়না তাঁদের মুখটা রাখা
শীতের পিঠা ভাপায়।
- অদ্ভুত সুন্দর ভাবে বিবেক জাগ্রত করে তোলা। ছড়ায় ছড়ায় এই মহৎ আহবান ভালো লেগেছে পড়ে, অনেক ধন্যবাদ লুৎফুরমুকুল।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
লুৎফুরমুকুল বলেছেন: সবাইকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২
কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! বেশ হয়েছে