![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শহিদ বুদ্ধিজীবী !
লুৎফুর রহমান
তোমার যখন সময় হবে চলে যেও সাভার
নীরব হয়ে দাঁড়িয়ে তুমি আছে কিছু ভাবার
পাবে স্মৃতি লুকিয়ে আছে মুক্তিসেনা বাবার।
আর-
মুক্তিকামি অনেক মানুষ স্বপ্ন চমৎকার।
আরো যেতে পারো তুমি সৌধ রায়েরবাজার
পাবে দেশের বুদ্ধিজীবী লেখক-কবি হাজার
একাত্তরের ডিসেম্বরের চৌদ্দ তারিখ রাতে
পাকিস্তানি মারলো তাঁদের বদর ছিল সাথে।
করছো এদের কদর?
হুজুররূপী ভণ্ড এরা নামটা আল বদর।
হারছে দেখে যুদ্ধে তখন করলো একটা ফর্দ
আলবদর আর পাকশালারা একটাও না 'মর্দ'
দেশস্বাধিনের দুদিন আগে বুদ্ধিজীবীর ঘরে
দেশের বিবেক বুদ্ধিজীবী হত্যা তারাই করে।
করছে যারা কাজ-
সেই শালাদের বিচারটা চাই দেশের বুকে আজ।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৬
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন লুৎফুর ভাই।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শহীদ বানানটি সংশোধন করে নিন। শহিদ > শহীদ
এত সুন্দর কবিতা বানান ভুল বা টাইপোর কারনে ভালো লাগে না।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২১
কেউ নেই বলে নয় বলেছেন: ভালো লিখছেন। +
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
লুৎফুরমুকুল বলেছেন: শহিদ আধুনিক বাংলায় এমনই হয়। জাতীয় পত্রিকা দেখে নিবেন আজ। ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ