![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
স্বাধিনতা: সেইদিন, এইদিন!
লুৎফুর রহমান
রাজাকারের বিচার এবং চাইছে আজি শাস্তি কে?
-আর বলো না ও মিয়া ভাই ভ্রষ্ট তরুণ নাস্তিকে।
একাত্তরে মুক্তিসেনা ভাঙলো লড়ে ঘোর তাদের
-তাদের তখন নামটা দিছি কাফের এবং মুর্তাদের।
মুনাফিক ও মীরজাফর আর একাত্তরের রাজাকার
-হুজুর আমার 'সাফছুতরা' চাইছে ওরা সাজা কার?
চাইছে বিচার গণহত্যার একাত্তরের র=্যাপ
-চুয়াল্লিশটা বছর গেছে পড়ছে অনেক গ্যাপ
-আমরা এখন দেশদরদী কেউবা করি ন্যাপ।
সকলদেশে যুদ্ধাপরাধ বিচার আজো হয়
-নষ্ট তরুণ বিচার চেয়ে করছে দেশের ক্ষয়
দেশপ্রেমটা এতোই যদি করলা পাকির গোলামি?
-ধর্ম বাঁচাও এই বলেছি তখন কেবল বোল আমি
-সুন্দরীদের ধরতো হুজুর ধরছি কেবল চুল আমি।
একাত্তরের মুক্তিসেনা নামটা দিলেন মুর্তাদের!
-পাকিস্তানের বিরোধ করে চাইনি আসুক ভোর তাদের।
নামাজ পড়ে একটি ছেলে নামটি এখন নাস্তিকে
-হুজুরদেরি ক্যান মানেনি আর দিবে তার শাস্তি কে?
-বলছি আমি ফান করেছি ভুল বলে ক্যান মাস্তি কে?
©somewhere in net ltd.