![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
দয়াল নবী
লুৎফুর রহমান
জানো তুমি মানব মাঝে
সবচে' ভাল ছন্দ কার?
কষ্ট সয়ে জালিমদেরই
দূর করেছেন অন্ধকার।
খোদার হাবীব মহানবী
দূরূদ পড়ি সাল্লু আলা
করো দয়া তাঁর উছিলায়
ও দয়াময় আল্লাহতা'লা
মানবতার মুক্তিরই দূত
ডাকতো সবে "বিশ্বাসি''
পড়ো দূরূদ তাঁরি নামে
ব্যয় করো সব নিঃশ্বাসি।
©somewhere in net ltd.