![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মদীনার বুলবুলি!
লুৎফুর রহমান
ওই মদীনায় ফোটে আছে
নবীর যে প্রেম লুটে আছে
লক্ষ মুমিন ফুলগুলি
সবার মাঝে শুয়ে আছেন
দ্বীনের বাতি রোয়ে আছেন
ওই মদীনার বুলবুলি।
দূরূদ পড়ো তাঁর তরে যে
তোমায় যদি পার করে যে
ওই মদীনার সর্দারে
ওই দূরুদে উঠবে জানি
ভালবাসাও লুটবে জানি
খুলবে মায়ার পর্দারে।
দ্বীনের নবী এলো ধরায়
দ্বীন-মানব মেল করায়
এই রবিউল মাসেতে
তাঁর উছিলায় পার পাবো
অনেক গুনাহ ছাড় পাবো
আমিও আছি আশেতে।
©somewhere in net ltd.