![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
তোমার বিজয়, আমার বিজয়
লুৎফুর রহমান
তোমার বিজয় মুক্ত চলা স্বাধীনতার গানে
আমার বিজয় দেশের তরে প্রাণটা বলিদানে।
তোমার বিজয় ধানের দেশে কিষাণ মুখে হাসি
আমার বিজয় যুদ্ধ লড়ায় গলায় পরা ফাঁসি।
তোমার বিজয় গালি দেয়া দেশটাকেও শেষে
আমার বিজয় রক্ত দেয়া একাত্তরেরই হেসে।
তোমার বিজয় ভুলে যাওয়া শহীদেরই গাঁথা
আমার বিজয় গর্ব করেই উঁচু রাখা মাথা।
তোমার বিজয় দলাদলি হিস্টোরিটা ভুলা
আমার বিজয় বীর বাঙালি, বাংলাদেশের পোলা।
তোমার বিজয় পাসপোর্টে আজ ইমিগ্রেশন, ভিসা
আমার বিজয় দেখিয়ে দেওয়া মুক্ত পথের দিশা।
তোমার বিজয় কৃষ্ণচূড়া দোয়েল পাখির সুরে
আমার বিজয় ঘুম ভাঙানি অন্ধকারের ভোরে
তোমার বিজয় মুক্ত সবাই সবার ঘরে ঘরে
আমার বিজয় হারিয়ে যাওয়া দূর তেপান্তরে।
তোমার বিজয় আমার বিজয় যেমন মায়ের কেশ
সবার বিজয় মুক্তস্বাধীন একটি বাংলাদেশ !!
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৫
বাকা পথ বাকা চোখ বলেছেন: ভালো লাগলো