![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বিয়ানীবাজারে 'আমাদের মুক্তিযুদ্ধে রাজনৈতিক ও সামরিক অবদান' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
লুৎফুর রহমান
গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজারের পিএইচজি হাইস্কুল মিলনায়তনে মুক্তিযুদ্ধ চর্চা পরিষদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে 'আমাদের মুক্তিযুদ্ধে রাজনৈতিক ও সামরিক অবদান' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের আহবায়ক বিশিষ্ট গবেষক-লেখক মোহাম্মদ ফযজুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্যকর্মী সাইফুর মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মো. শাসমউদ্দিন। বিশেষ অতিথি ছিলেনে শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরি, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের বাংলা প্রভাষক ফয়ছল আহমদ, দুবাগ কলেজের প্রভাষক জহুর উদ্দিন খান। আলোচনায় বক্তারা বলেন, আমাদের রক্তে অর্জিত বিজয় যাঁরা এনেছেন তাঁরা কালের সোনার সন্তান ছিলেন। তাঁদের স্বপ্নপূরণে আমাদের সকলকে নিজ নিজ জায়গা তেকে কাজ করে যেতে হবে।
এছাড়াও আলোচনায় অংশ নেন- স্বদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি লুৎফুল হক ফাহিম, শিক্ষক তাহির উদ্দিন, আনোয়ার হোসেন মুন্না, আব্দুল আলি, ও ফখর উদ্দিন প্রমুখ।
©somewhere in net ltd.