![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমরা যদি না জাগি মা
লুৎফুর রহমান
আমরা যদি না জাগি মা আজ
চলবে দেশে অত্যাচারের রাজ,
দেশের সবুজ মুক্ত ভূমি
প্রাণের সাথে যুক্ত তুমি
আবার না হয় পরবো মা গো
যুদ্ধে যাবার সাজ,
আনবো কিনে রক্ত দামে তাজ।
যুদ্ধ যদি না করি মা সবে
ইয়াবাতে মরবে তরুণ তবে,
তরুণ সবে বখে গেলে
জুয়া নেশার নোখে গেলে
কে ঘোচাবে তোমার মুখের
অমানিশা সাঁঝ?
তাই বলেছি মাগো তুমি
ডাক দিয়ে যাও আজ।
তরুণ যুবা জাগতে জানে মা গো
ডাক দিয়ে যাও ওরে খোকা জাগো,
জাগলে তখন সকল খোকা
ভাগবে দেশের কীট ও পোকা
দেখিয়ে দিবে খোকা সবে
তাদের আসল কাজ
ফোটাতে ভোর সকল খোকা
জাগতে হবে আজ।
দুবাই, মার্চ ২০১৪।
©somewhere in net ltd.