![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বিথী'র জন্মদিনে
লুৎফুর রহমান
বিথী!
জন্মদিনে থাকলো অনেক
শুভেচ্ছা ও প্রীতি!
দূরের সাগর পেলে হাতে
মুঠভরে কি নিতি?
মুক্তো মালা মণি পাথর
কিংবা পুরাণ স্মৃতি
দিতে নাকি একটু হাওয়া
চুলের মাঝে সিঁথি
নাকি দিতে দুঃখগুলো
জীবন থেকে ইতি?
দুখগুলো সব ইতি দিয়ে
মনের সকল প্রীতি দিয়ে
সুখের ধরা সাজাও
এই না মুখের হাসি দিয়ে
স্বপ্ন হাজার রাশি দিয়ে
জীবনের বীণ বাজাও।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিথীকে জনম দিনের শুভেচ্ছা ,তারি সাথে আপনার লেখার প্রশংসা রইল।
৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: হ্যাপী বার্থ ডে বিথী
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: ছবিটা কার?