![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শুভ জন্মদিন: শ্রদ্ধেয় ফকির ইলিয়াস
লুৎফুর রহমান
সুরমা পাড়ের ছেলে তিনি
নিজের দুহাত মেলে তিনি
উড়েন আকাশ পানে
কাব্য-কলাম লিখেন তিনি
নতুন আবার শিখেন তিনি
বাংলাদেশের গানে।
স্বদেশটা তাঁর বুকে আঁকা
এবং আপন চোখে রাখা
বাংলাদেশের ছবি
পরবাসেও লড়েন তিনি
কাব্য অনেক গড়েন তিনি
কারণ দেশের কবি।
তাঁর কবিতায় স্বদেশ হাসে
মুক্তিসেনার স্মৃতি ভাসে
আর-
কলাম মাঝে দেশের কথা
তুলেন চমৎকার।
বাঁচুন আরো লিখতে হাজার
ওহে সাধক হাছন রাজার-
তাই
জন্মদিনের শুভেচ্ছা নিন
ফকির ইলিয়াস ভাই।
©somewhere in net ltd.