![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
(বড়লেখা ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক মো. নিয়াজ উদ্দীন এর জন্মদিনে)
জন্মদিনের রাজপুত্র ভাইয়া আমার নিয়াজ
এমনদিনে লিখবো ছড়া বলো পাখি কী আজ?
পাখি তোমার গানতো দিছো, রাখালিয়ায় সুর
মাধবকুণ্ডে লাগছে আজি দারুণ যে এক ভোর!
'কুশিয়ারা'য় ছেলেবেলা কর্মবেলায় 'ধামাই'-
নবদ্বীপের ছেলে তিনি বড়লেখার জামাই
বড়লেখা কলেজেরই বাংলা ভাষার 'স্যার'
তাঁর পড়ানো ছাত্রদেরই লাগে চমৎকার।
তাঁর ঘরেতে একটি ছেলে নামটি তারই নীপ
করছি আশা এই ছেলেটা গড়বে 'নবদ্বীপ'
গিন্নি তাঁরই অনেক ভালো মানুষ গড়েন তিনি
এই যুগলের কথায় আবার থাকে মধুর চিনি।
তাঁদের ঘরে বাজুক এমন মানুষ গড়ার বীণ
আজকে হলো নিয়াজ ভায়ের শুভ জন্মদিন
শতেক বছর থাকুন বেঁচে মানুষ গড়ার তরে
জোছনা ঝরুক দোয়া করি আমার ভায়ের ঘরে।
©somewhere in net ltd.