![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
ছাগল সমাচার!
লুৎফুর রহমান
কাঁঠালপাতা, কাঁঠালপাতা
কার তো লাগে বেশ?
ওহ্ এখন পড়ছে মনে
বাঘরা দেখি লড়ছে বনে
কাঁঠালপাতার ছাগল দেখি
ভরে গেছে দেশ!
ছাগলগুলো সাজছে আবার
ভণ্ড ও দরবেশ!
ছাগলে কী খায় না বলো
পাগলে কী চায় না বলো
ডিজিটাল ওই ছাগলগুলোর
নামটা হলো 'ছাগ্'
ওরে ছাগল বুঝবে পরে
রাস্তা ঠিকি খোঁজবে পরে
ওঠবে যখন বাঘ
থাকতে সময় পথটা ফুরা
ভাগ্ রে ছাগল ভাগ্!
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
কল্লোল পথিক বলেছেন: মজার ছড়া
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
নুরএমডিচৌধূরী বলেছেন: জনাব কল্লোল পথিক সাহেবের সাথে আমি এক মত
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১
লুৎফুরমুকুল বলেছেন: সবার প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: অসাধারণ