![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
লুৎফুর রহমান
শব্দেরা ছড়া হয়
তাঁর হাতে যাদু ভাই
তিনি আর কেউ নন
রফিকুল দাদু ভাই।
'কাট্টুস কুট্টুস'
দাদু ভাই'র ছড়া যে
হয়নি যে এইদেশে
বলো কার পড়া যে?
তাঁর সাথে হয় দেখা
দু হাজার আটেতে
ঢাকা ছড়া উৎসবে
নিজ ছড়া পাঠেতে।
দাদু ভাই, দাদু ভাই
জনপ্রিয় দাদুরে
সব্বার কাছে তাই
তিনি খুব আদুরে।
শিশুদের দাদুভাই
বুড়োদের তাইরে
দাদুভাইর শতায়ূ
এই আমি চাইরে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৭
সাদা মনের মানুষ বলেছেন: বেশ সবলীল ছন্দ, শুভেচ্ছা জানিয়ে গেলাম