![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শুভ জন্মদিন: শ্রদ্ধেয় সেলিম আউয়াল
লুৎফুর রহমান
ছড়ায় তিনি দক্ষ মাঝি সফল নাবিক গল্পতে
বাস্তবতার কথা তুলেন আবার থাকেন কল্পতে
ছড়া তালাক দিলেন কেন জবাবটা চাই আজ যে
তাঁর কাছেতে শিখেই আমি চলছি ছড়ার রাজ্যে।
দুইহাজার তিন সালেতে গেলাম 'বাসস' অফিসে
অন্তমিলের কায়দা শেখান, বলেন খাবে কফি সে
সেই থেকে যে শিখছি আমি ছন্দ ছড়ার মিল যে
বুঝছি তখন সেলিম আউয়াল অনেক বড় দিল যে।
সিফডিয়াটা দিয়ে আজো গড়েন হাজার তরুণ যে
এরা সবাই আলোকিত একেক ভোরের অরুণ যে
এমন সেলিম ভাইরা যদি থাকতো দেশে ছড়িয়ে
এবং দিতো দিনে-রাতে হাজার তরুণ গড়িয়ে।
তরুণ তখন ভাল পথে চলতো সবাই চলতো রে
দেশ ও দশের ভালোর লাগি প্রতিদিনই বলতো রে
এমন তরুণ দেশের পরাণ, পাড়া-গ্রামেই চাই
জন্মদিনের ভালবাসা সেলিম আউয়াল ভাই।
©somewhere in net ltd.