| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লুৎফুরমুকুল
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমাল বালি, মামাল বালি
(বাচ্চাদের ন্যাকামি ভাষায় 'র'-'ড়' কে 'ল' রূপে)
লুৎফুর রহমান
আামাল বালি এসো তুমি
আমাল বালি এলে
ইটিমিটি খেলবো দুজন
তোমায় কাছে পেলে।
খেলতে দিবো পুতুল খেলা
দিবো আমাল টিয়ে
মাকে বলে তোমায় যাবো
মামাল বালি নিয়ে ।
বলো মামাল খোকা আছে
এবং আছে খুকি
ওলা খালি হাসবে তুমি
একটু দিলে উঁকি।
কাতুকুতু পেটের মাঝে
খিলখিলিয়ে হাসে
বলো মামা দেখবে আমায়
কত্তো ভালবাসে। 
২|
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছড়া
৩|
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছড়া
৪|
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
ধমনী বলেছেন: সুন্দর।
৫|
১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ সবাইকে।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: বেশ সুন্দর