![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সমকালীন ছড়া
বিয়ানীবাজার পৌরসভার শোনানি হয়নি!
লুৎফুর রহমান
বিয়ানীবাজার পৌরসভার
হয়নি আজও শোনানি
গেলো থেমে আবার দেখি
সুখেরই গুণ গুণানি।
আর কতোদিন পৌরবাসি
থাকবে এমন বঞ্চিত?
রাখবে বুকে আশাগুলি
কেবল নাকি সঞ্চিত?
দুহাজারের একসালেতে
পৌরসভায় উন্নীত
পায়নি শহর পৌরপিতা
যেন হীরা চুন্নি তো।
নির্বাচনের আমেজ থেকে
থাকবো কেন দূর যে
পৌরবাসি জাগো এবার
ফোটাও নতুন ভোর যে।
©somewhere in net ltd.