![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
তুমি বলো !
লুৎফুর রহমান
আচ্ছা বলো লাগবে ভাল
মেঘের উড়াউড়ি
আমরা দুজন হবো যখন
প্রবীণ, বুড়াবুড়ি?
লাগবে ভাল প্রজাপতির
রঙিন জোড়াজোড়ি
আরো প্রেমের মধুর হাওয়া
ফুলের তোড়াতোড়ি।
তুমি বলো তোমার কাছে
চাচ্ছি জবাব তার
লাগবে বুঝি আমার ছড়া
অমন চমংকার!
থামাও হাসি, রাশি-রাশি
ঝরবে এমন ফুল?
নাকি মনের উঠোন মাঝে
করবে হুলুস্থুল?
©somewhere in net ltd.