![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মুনাফিক, মীরজাফর, রাজাকার
(আফতাব আহমদ সুইট এর ছড়ার জবাবে-)
লুৎফুর রহমান
উনার তালের পানটা খেয়ে
তিনার ঘরে ফেলে ফিক
যেই শালারা মুনাফিক!
মুখে থাকে সাম্যবাণী-
আবার দেখেন গীর্জা পর
সেই শালাটা মীরজাফর।
ছাওটা ছাড়া দেশের সবে
চাইছে আজি সাজাকার
যেই শালারা রাজাকার।
মুনাফিক, মীরজাফার আর
রাজাকারের দলে
চোখটা রাখে বরাবরই
অন্য গাছের ফলে।
থু থু ছিটাই তাদের মুখে
ঘিন্না জানাই ঘিন্না
থাকতে সময় তাদেরে ভাই
যান না সবাই চিন্না।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: পানের ফিক না পিক ।
"মুখে থাকে সাম্যবাণী-
আবার দেখেন গীর্জা পর
সেই শালাটা মীরজাফর।" বুঝলামনা! সাম্যবাদী গীর্জায় গেলে মীরজাফর কেম্নে হয়? জাতি জানতে চায়!
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
লুৎফুরমুকুল বলেছেন: পিক হবে এখানে টাইপিং মিস্টেক। বাকিটা না বুঝার কথা না।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
এ কে এম রেজাউল করিম বলেছেন:
থু থু ছিটাই তাদের মুখে
ঘিন্না জানাই ঘিন্না
থাকতে সময় তাদেরে ভাই
যান না সবাই চিন্না।
শালারা রাজাকার।