![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
শুভ জন্মদিন প্রিয় শফি ভাই
(দৈনিক সমকালের নির্বাহি সম্পাদক মুস্তাফিজ শফি ভাইকে)
লুৎফুর রহমান
কমলা লেবুর গাঁয়ে বাড়ি কথায় আছে ঘ্রাণ-ই
তিনি আবার বাংলাদেশের তরুণদেরই প্রাণ-ই
বুকজুড়ে তাঁর স্বদেশ মাটি কাজের মাঝে টান-ই
কথা তিনি কম বলে যান কারণ অনেক ধ্যানী।
মুখের মতো মনটা তিনার শুভ্রতায়ই ভরা-
কলম নিয়ে লড়েন তিনি এলে দেশে খরা
বীরাঙ্গনার কথা জানান এটা তিনার নেশা
খবর গড়েন কর্মী গড়েন তিনার হলো পেশা।
মাঠের পরে মাঠ পেরিয়ে আপন মতে চলেন
মুক্তিযুদ্ধের চেতনাতে দিনে-রাতে জ্বলেন
সিলেট জেলার বিয়ানীবাজার জলঢুপ ওই গাঁয়ে
কমলা লেবু ভরা ছিল আহা ডানে-বাঁয়ে।
এইখানেতে জন্ম তিনার ধন্য জনম মাটি-
জন্ম দিছে একটি ছেলে সোনার মতো খাঁটি
জন্মদিনের শ্রদ্ধা নিবেন প্রিয় শফি ভাই-
হতাম যদি পারতে আমি এমন 'কপি ভাই'!
©somewhere in net ltd.