![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সাদিয়া ইসলাম বৃষ্টি। ছড়ায় থাকে তার দৃষ্টি। এই তরুণী ছড়ার রাজ্যে নিজের পরিচয় আলাদা করে নিয়েছেন। আবার সমান হাত গল্প ও ফিচারেও। এবার বইমেলা নিয়ে তার সাথে ছন্দালাপন।
লুৎফুর রহমান:
সালাম জানাই প্রথম বলেন
কেমন আছেন নিজে
প্রথম লেখা কবে শুরু
সুখটা ছিল কী যে?
সাদিয়া ইসলাম বৃষ্টি:
ওয়ালাইকুম আসসালাম দিয়ে
করছি কথা শুরু
নাহ, ছিলনা ইচ্ছে কোন,
ছিল না যে গুরু।
হঠাত্ করেই তাও যে কেন
কলম নিলাম তুলে
তারপরে আর ছাড়ব কলম
ভাবিনি যে ভুলে।
লুৎফুর রহমান:
প্রথম বইয়ের নামটা বলেন
কতো সালে ছাপে
বাকি বইয়ের খবর জানান
ছন্দে ধাপে ধাপে।
সাদিয়া ইসলাম বৃষ্টি:
বইটা প্রথম বাংলাপ্রকাশ
যত্ন নিয়ে ছাপে
সাল তেরোতে, এরপরে আর
হয়নি ভাবা মাপে।
কয়েকটা বেশ যখন তখন
বই এসেছে চলে
চৌদ্দ এবং পনেরোতে
অন্বেষা ও বিডব্লিউজিতে
একটা করে বই এসেছে
নতুন আশার দোলে।
মাঝখানে হুটহাট করে ফের
শিশুর প্রতি টানে
কাজ করেছি, বই এসেছে
আদিগন্ত হাল ধরেছে
সবটা সময় চেয়ে ছিলাম
প্রকাশনীর পানে।
লুৎফুর রহমান:
এবার মেলায় কোন বইটি
কে করেছে বের
কোথায় পাবে পাঠকরা সব
জানানটা দেন ফের।
সাদিয়া ইসলাম বৃষ্টি:
এবারে ফের বিডব্লিউজি, অন্বেষা ও পার্ল
আনছে ছোট, কিশোর, বুড়ো
সবার তরে বইএর ঝুড়ি
পড়বে যাকে মাসী থেকে
ছোট্ট লিটল গার্ল!
আটপৌরে পার্ল থেকে
বিজ্ঞানে অন্বেষা
বিডব্লিউজির মায়ের খোঁজে
বেশিই কিশোর ঘেঁষা!
লুৎফুর রহমান:
কর্ম নিয়ে কোথায় আছেন
কোথায় হলো বাসা?
মেলায় আসা বইটি নিয়ে
কেমন করেন আশা?
সাদিয়া ইসলাম বৃষ্টি:
পড়ছি এখন ভার্সিটিতে
শ্যামলীতে বাসা,
থাকব খুশি বইমেলাতে
এইটুকুটাই আশা!
লুৎফুর রহমান:
প্রিয় লেখক কে কে আছেন
ছড়াকারও বলেন
কোন বিষয়ে লেখতে গিয়ে
রোজ প্রতিদিন জ্বলেন?
সাদিয়া ইসলাম বৃষ্টি:
হূমায়ূন আর জাফর স্যারের
ভক্ত আমি বেশ
সুযোগ পেলেই বইএর পাতায়
দেই যে পাড়ি দেশ।
ইচ্ছে করে আমিও যেন
তাদের মতন লিখি
শিশুর প্রতিই মন চলে যায়
করলে লেখালেখি।
লুৎফুর রহমান:
নতুনদেরই বইটা আসে
কেমন করে দেখেন
এখনো কি আগের মতো
নতুন করে শেখেন?
সাদিয়া ইসলাম বৃষ্টি:
শেখার কি আর শেষ আছে ভাই?
আমি কি ছাই বুড়ো?
দেকছি যে রোজ চারপাশে তাই
মাখছি জ্ঞানের গুড়ো।
লুৎফুর রহমান:
আগামিতে কোন বইটা
করতে পারেন বের
এসব বইয়ের খবর বলেন
জানতে যে চাই ঢের।
সাদিয়া ইসলাম বৃষ্টি:
পরের কথা এত আগে কেমন করে বলি?
বাস করছি বর্তমানে, বর্তমানেই চলি।
লুৎফুর রহমান:
বইয়ের পাঠক কমছে নাকি
বাড়ছে বলেন আজ
নেটের যুগে বইয়ের পাড়া
করতে পারে রাজ?
সাদিয়া ইসলাম বৃষ্টি:
কাড়ছে যে নেট রোজ দুনিয়ায়
হাজার পাঠক সেনা
তবুও বই থাক এগিয়ে
থাকবে সবাই বইকে নিয়ে,
বই এর কাছে আছে
মোদের অনেকখানি দেনা!
লুৎফুর রহমান:
পাঠকদেরই বলেন কিছু
মনখুলে আজ তাই
পাঠকদেরই কেমন বই যে
কিনে পড়া চাই।
সাদিয়া ইসলাম বৃষ্টি:
বই কি আর হয় একরকমের?
একই কি সব লেখা?
পাঠক পড়ুক ইচ্ছেমত
যতটা চায়, ইচ্ছে যত
পড়ছে তবু সবাই
যেন এমনটা যায় দেখা।
লুৎফুর রহমান:
ধন্য হলাম সময় দেওয়ায়
ভাল থাকুন রোজ
আবার না হয় অন্যদিনে
করবো সবে খোঁজ।
সাদিয়া ইসলাম বৃষ্টি:
ধন্যবাদ আপনাকেও
ছড়ায় গেলাম ভেসে
বইমেলাতে রইল দাওয়াত
দেখে যাবেন এসে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্টে এ+