![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
আমার বর্ণমালা
(আত্নজ-আত্মজা হামযা রহমান বর্ণ-ফাইযা রহমান মালা কে)
লুৎফুর রহমান
ষোল সালের তারিখ হলো ভাষার মাসের বারো
বাপীর মুখে দিলে হাসি এবং তোদের মারও।
হাসলো দীদা, বাবুজী, ও চাচ্চু এবং দাদু-
এলে তোরা এ দুনিয়ায় আমার পরাণ জাদু।
বাপী তোদের দূরের দেশে করছি তখন দোয়া
পূণ্যভূমি সিলেট মাঝে এলে 'ফুড়ি-ফুয়া'।
প্রজাপতির পাখনা দিলাম পদ্ম ফুলের মালা
বর্ণমালা বড় হয়ে আলোর প্রদীপ জ্বালা।
ভাল থেকো ভাল হয়ে আমার সোনা-মানিক
আসবো বাপী নিবো কোলে সবুর করো খানিক
বাপীকেও যাও ছাড়িয়ে এইতো বাপীর আশা-
বর্ণমালা দিলাম বাপের অনেক ভালবাসা।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫২
লুৎফুরমুকুল বলেছেন: হিন্দীতে মিলে যায় বলে কি অন্যভাষা? ভাই তো বাংলাও হিন্দীও।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: ভাল লাগল।
++++
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ বিজন দা।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাপী,বাবুজী এগলা কি বাংলা শব্দ?