![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
বৃষ্টি পড়ে দুপুর
লুৎফুর রহমান
ডাকলো মেঘে ঘুড়ুৎ
গাছে বসা পাখি তখন
উড়াল দিলো ফুড়ুৎ।
তখন ছিলো দুপুর
ভিজলো শহর এলো যখন
বৃষ্টি টাপুর টুপুর।
বৃষ্টিরা সব হাসে
বেলুন হয়ে রাস্তা দিয়ে
দলবেঁধে সব ভাসে।
আকাশ হলো সাফ
বৃষ্টি গেলো নানার বাড়ি
সঙ্গে মা ও বাপ!
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
জুনজুন বলেছেন: এখন ত বসন্তকাল.... তবে ভাল হইছে