নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসিক মুকুল

সম্পাদনা করি আমিরাত-বাংলা মাসিক মুকুল। ভালবাসি মা, মাটি ও মানুষকে..

লুৎফুরমুকুল

আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

লুৎফুরমুকুল › বিস্তারিত পোস্টঃ

সিলেট শহিদমিনারে কবি ও কবিতার আসর

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

সিলেট শহিদমিনারে কবি ও কবিতার আসর
স্টাফ রিপোর্টার

গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কবি ও কবিতার আসরের নিয়মিত কবিতা পাঠের আসর এবং সেরা কবি পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 'বাংলা ভাষার বিশ্বায়ণে, আমরা আছি অনলাইনে' এ শ্লোগানকে সামনে রেখে শহিদমিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আসর শুরু হয়। কবি ও কবিতার আসরের এডমিন কবি মনাক্কা নাছিম এবং ছড়াকার জইনুদ্দিন খান অপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল। পঠিত লেখার উপর আলোচনা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল, প্রবাসী সাংবাদিক মাসুম রহমান আকাশ, পারাপার সম্পাদক দেবব্রত রয় দীপন, কবি ও প্রভাষক সৌদিপ মোহন মিহির , নাট্যকর্মী ইন্দ্রানী সেন প্রমুখ।

আসরে কবিতা পাঠ করেন আনোয়ার হোসেন মাস্টার, শিল্পী ইন্দ্রানী সেন, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি সাবিনা আনোয়ার, হাবীব ফয়েজী, কবি উম্মে সুমাইয়া তাজবীন নীলা, দেবব্রত রায় রিপন, কণ্ঠশিল্পী শামীম আহমদ ফয়সাল, ছড়াকার জান্নাতুল শুভ্রা মণি, আলিম উদ্দিন আলম, খান মাছুম প্রমুখ। কবি ও কবিতার আসরের নিয়মিত আয়োজন 'এ মাসের সেরাকবি' পুরস্কার অর্জন করেন কবি আলিম উদ্দিন আলম। কবি কালাম আজাদ ফাউন্ডেশনের পক্ষে তার হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সফল করায় সকলকে আন্তরিক অভিনন্দন ও্ কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান এডমিন হাসান স্বজন ও নির্বাহি এডমিন ছড়াকার লুৎফুর রহমান। উল্লেখ্য, বাংলাভাষি কবিতাপ্রেমীদের বৃহত্তম ফেসবুক গ্রুপ 'কবি ও কবিতার আসর'।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯

এম.এ.জি তালুকদার বলেছেন: বাংলাদেশে নাকি পাঠকের চেয়ে,লেখক এবং কাকের চেয়ে কবির সংখ্যা বেশী। জানিনা- এটা তারই ফল কিনা???

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৭

বলেছেন: অনুষ্ঠান সফল হওয়াতে ভাল লাগা কাজ করলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.