![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
মায়ের চিঠি!
[একজন প্রবাসী বন্ধুর জীবন থেকে নেওয়া]
লুৎফুর রহমান
সাতসাগরের ওপার থেকে এলো মায়ের চিঠি
পড়ছি চিঠি কাঁদছি এবং হাসছি মিটিমিটি-
বলতো খোকা দূরদেশে তোর ক্যামনে সময় কাটে
নাওয়া-খাওয়া ভুইল্যা কী তুই থাকিস ছড়ার পাঠে?
ওইদেশে কী পাসরে বাজান চাস যেটা তুই খেতে
উৎসবে কী দেশের খেলায় সেথায় উঠিস মেতে ?
তোর বলা সেই হাসপাতালে মাসেতে যাই ঢাকা
ভাল আছি তুই ছাড়া বাপ ঘরটা লাগে ফাঁকা!
জানিস খোকা আনছি ঘরে বগুড়ার ওই দই
তুই এলে বাপ খেতে দেবো বিন্নিধানের খই
এইতো সময় আর ক'টা দিন আসবি যে তুই দেশে
কাটবে সময় আগের মতো অনেক হাসি হেসে।
মা জানে না কষ্ট আমার পাচ্ছি না যে টাকা
ধার করে যে খেয়ে চলি হচ্ছে এমন থাকা
মায়ের চিঠির জবাব দিবো ভাবছি বসে যেই
মেসেজ এলো আমার মা আর এ দুনিয়ায় নেই!
২| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০০
বিজন রয় বলেছেন: টাচি।
++++
৩| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২
লুৎফুরমুকুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
