![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক উদাসী পাখি নিঝুম রাতে নদীর তীরে করি ডাকাডাকি। আমি এক মুকুল সবুজ লালের বুকে আছি জুড়ে মায়ের দু'কূল। আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।
সাতই মার্চের ভাষণ!
লুৎফুর রহমান
রেসকোর্সের ওই ভাষণ ছিলো সাত তারিখে মার্চে
জাগলো মানুষ এই ভাষণে পাক হানারা হারছে
জনতার ওই কবি তখন উঠলো যখন মঞ্চে-
এলো সবাই ঢাকার বুকে রেল, গাড়ি আর লঞ্চে।
মুজিব দিলেন ভাষণ সেদিন উঠলো মানুষ গর্জে
বলেছিলেন 'দেশ স্বাধীনে সবজনা তাই লড় যে'
জনতার ওই সাগর সেদিন সাহস পেল অন্তরে
মুজিব দিলেন লড়ার সাহস অমত আছে কনতো রে!
সেই থেকে না ছড়িয়ে পড়ে বেঁচে থাকার যুদ্ধ যে
বেরিয়ে আসে নারি-পুরুষ কেউ থাকেনি রুদ্ধ যে
শোনছে ভাষণ গ্রামের মানুষ কাছে নিয়ে রেডিও
যুদ্ধদিনে অংশ নিলে দেশের কিশোর, লেডিও
সেই না ভাষণ, ভাষণ তো নয় ছিল দেশের পদ্যও
দুনিয়াজুড়ে সেই ভাষণটা আজো অনবদ্যও !
মুজিব ছিলেন বজ্র গলার সংগ্রামি তাঁর ছাতি যে
তাঁর দেখানো পথে পেলাম একটি স্বাধীন জাতি যে
সালাম মুজিব বঙ্গবন্ধু ধন্য তুমি ধন্য যে-
স্বাধীন জাতি পেলো স্বদেশ নায়ক তোমার জন্য যে!
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
বিজন রয় বলেছেন: ইতিহাস।
ভাল লাগল।
++++++